দিনের হিসেব ঠিক করেছে পণ্ডিতেরা অঙ্ক কষে,
মা দুগ্‌গার অবতরণ শুভদিনে মুচকি হেসে।  
সমাজ বলে ভক্তিভরে করব পূজো -
লোক দরদী সমাজ-সেবী তোমায় পাগল ।


দিনের কাগজ, শারদীয়া, রাস্তা-গলি, টিভি চ্যানেল,
লেনদেনের বিপনণের মনোহারী হাওয়া হিমেল ।  
গণতন্ত্রের মুক্তপাশে জুলুম করে চাঁদা আদায় -
মা দুগ্‌গার আরাধনায়, নেতা কর্মী পাড়ায় পাড়ায় ।  

রামবাবুর প্যাংলা ছেলে, চমকাচ্ছে জনে জনে -
সিঁদুর-টিপে বেলের পাতা, রোয়াবী চালের সুযোগ-সনে ।  
পাখীর ঝাঁকের ঢেউ চলেছে কোমল শীতে দেশান্তরে -
হারিয়ে যেতে চায় না ইলিশ দখিন দুয়ার মাঝ সাগরে ।
সম্ভোগে বিষ দিন গুজরান হতাশ মানব কায়ক্লেশে,
মুষড়ে পড়া কনকলতা, সেন্সেক্সের নীরব ধ্বসে ।  
কর্জশোধের দুর্বিপাকে রাজকোষে ফাঁকাঝুলি,
ফেসিয়ালের নিখুঁত ছাঁচে শশব্যস্ত কুমারটুলি ।
হুজুগ প্রিয় খোশ মেজাজী আম-জনতা গোপন প্রেমে,     
ফুলে ফুলে উঠছে দুলে বাঁচার স্বপ্ন, সন্ধি-হোমে ।              
লোক-দেখানি ভজন পূজন মাতোয়ারা তোমায় নিয়ে -
নেশার বুঁদে চারটে দিন ছুঁলাম তোমায় মাতৃরূপে ।


রঙে বর্ণে জড়িয়ে মায়া, ফি-বছরে আনাগোনা ;  
নানান কথার কাটা ছেঁড়া এই মাটি কি শেষ সীমানা ?


বিঃদ্রঃ – শরভ – পুরাণবর্ণিত অষ্টপাদ মৃগ