জমে আছে জল খানা ও খন্দে
ঝিরঝিরে বারিধারা
গলি অলিন্দে কাজল চোখের
দুর্গম ইশারা ।
চিনব বলেই চেনা যায় তারে
অসম্ভবের ছড়া ।


ছাড়া ছাড়া গাছ
ফাঁকে ফোকে বাড়ী
আঁধার নেমেছে  আগে,
মেন রোড ছেড়ে রাস্তা গিয়েছে বেঁকে ।
ভাষার আকার দ্বন্দ্ব পেরিয়ে,
হাতে নোট খাতা
ক্যুরিয়ার ছেলে,
মদিরা সোহাগে আকুলি বিকুলি
সযতনে আঁকা ছবি ।
উদাস  শরৎ,  উদার আকাশ,
দূর গঙ্গায় খেয়া -
পাহাড়ে সাগরে অবাক পৃথিবী
মাদুড় বিছিয়ে পড়া ।
শব্দ যাদুতে হয় প্রগলভ
মন্ত্রমুগ্ধ প্রাণ ;
ফেনায়িত আশা বালুকাবেলায়
অবেলায় পাতে কান ।            
কর্ণ-বিদারি প্রতিধ্বনি
অঘটনে খোঁজে পথ ;
স্বপ্ন বুঝিবা হামাগুড়ি দেয়
জানাল উল্টোরথ ।