কিছু নেই জাদু আছে ঐ কলমে
সাদা কাগজ, ‘পাটিগণিত’ লেখা        
ভীষণ চেনা সে হরফে
কেউ বুঝি  শিখিয়েছে আমায় ।  


বারে বারে কানে ফিরে আসে
আমার নিজের কথা  
যেই  আমি ভীষণ একা ।
শূন্যে হাওয়ার স্থিতি
কথারা হেরেছে তার কাছে ;
সোমরসে মত্ত আমি – হই না মাতাল
তবুও কাঙাল ।


চামড়ায় তাপের মাত্রা, ছাড়ালে সীমা…
আমি চুপ, একেবারে চুপ ।
রাশি ফুল ভরিয়েছে ভূমিতল
মধুরতা ঘিরে থাকা, না দেখা ধোঁয়া ;  
রোমকূপ উদ্গার কোলাহল ।  


সেই তুমি এলে অকারণ,
গঞ্জিকা সেবনে - আমারই দলে
কিছু নেই তবুও জাদু……  
কৌশল কলমে
সাদা কাগজ – ‘পাটিগণিত’ লেখা ।