পূর্বকথাঃ - রুটিনমাফিক মর্ণিং ওয়াকে রাস্তার পাশে ছোট ডোবার কোণ ঘিরে নজর কাড়লো সারি দিয়ে গজিয়ে ওঠা কয়েকটা ঝকঝকে সাদা ব্যাঙের ছাতা । তখন এই মন নিজের সাথে যে গল্প জুড়েছিল………

ক্ষুরধার শব্দ  গিঁটে কাব্য  মহড়া  
আদুরে সব কবির ঝাঁকে  ধাঁধার পশরা ।
সবল চোখ পায় না দেখা শিল্পী বাবুই বাসা,  
দাপুটে মেঘ বিছিয়ে গগন  কুয়াশা তামাশা ।  


মধুলোভী ব্যাকুল অলি কুতুহলী  প্রিয়া ।।  


আস্তাকুঁড়ের কুড়ুনিদের ক্লান্ত বিকেল
ঠাসা আফিম ছিলিম টান ………


এক দলিলে উজার পীরিত সইসাবুদ    
বেঁধে ঘর মাকড় জালে নাস্তানাবুদ ;
সুতোয় বাঁধা দেশলাই খোল -
প্রিয়জনের সাথে কথা
খোশমেজাজে দিব্যিকাটা কাব্য জোড়া  রসিকতা ।


দূর তটিনী প্রিয়ার স্বপন
সেঁউতি সুবাস ভোমর  ফাগুন।


ধাপে ধাপে পাঁচিল গায়ে যত্নে শোভে,
কুরুঞ্জি ঝাড়……          
উথাল পাথাল ছন্দে  পুলক, তাল বেতাল   ;
ঠিক ঠিকানার দিশা পেলেই মিষ্টি হেসে
হাওয়ার স্রোতে  
দোলাবে ডাল -
অভিজ্ঞানের অধীরতায় মরা চরে  ভরা কটাল ।


সম্ভাবনার নাট্যশালে বিড়ম্বনার তৈরী ফাঁদ,
জমে যে ধুল ……
বারো বছর পরে হলেও সাজবে দেওয়াল ঘন  নীলে
ফুটবে সে ফুল ।


টাপুরটুপুর কথাও বলে ঝঞ্ঝাকাশ …..
পাখনা খুলে বেড়ায় উড়ে অন-লাইনে
বিন বাঁশিতে অবুঝ প্রেম,  
মূর্ত প্রভাস ।  


চাষের জমি বিভাজনে বাঁধে আল  
হারায় দিশা রবির আলো -  ডিজিটাল ।


মাঝগগনে মাথার ওপর ঐ রোদটা, খেললে হোরি    
আবির রঙা ছায়াও খেলে পায়ের তলে লুকোচুরি ;      
জীর্ণ আসর স্তাবক দল  তবুও ঠোঁটে ভীমপলাশি ।    


অতল তলে লুকিয়ে রাখা  রসিক কবির অমূল্য দান  
চোদ্দ পদে  সনেট ঘেরা পূর্ণ শশীর অপূর্ণ  স্নান,    
আধেক জ্ঞানে অভিমন্যু রণে মেতে খোয়ায় মান ।      


ভরা ইলেক ছররা শোলোক গজব ভাষা
সিঁড়িভাঙা অংক সাজে,  ঘষে রবার খাসা ;    


ঘেঁটে পাঁক রতন খোঁজে  অনুভবী প্রিয়া ।  


ব্যাঙের ছাতা =  ক্লোরোফিল হীন জীবন । অপ্রত্যাশিতভাবে এবং দ্রুত উপস্থিত হওয়া । মাশরুম নামে চির পরিচিত । সরলীকরণে এখানে ওখানে আদরে অনাদরে গজিয়ে ওঠা বস্তু ।
বিষাক্ত পদার্থ বিদ্যমান ।
জঙ্গলে পাওয়া যে সমস্ত মাশরুম আছে তার মধ্যে যেগুলোতে বিষ নেই বলে জানা তাতেও বিষ থাকতে পারে । কোন মাশরুমে কচি অবস্থায় বিষ না থাকলেও পরে ভিতরে পচন ধরলে তাতে মারাত্মক বিষ হয়ে যায় ।  


কুরুঞ্জি > বেগুনি রঙের নীল ফুলটি বারো বছরে একবারই ফোটে এবং নীলগিরি পর্বতমালাকে এর নাম দিয়েছে নীল (নীল) + গিরি (পর্বত)।


প্রভাস > শ্রীকৃষ্ণের শেষলীলার স্থান


আসরের সকল কবিবন্ধুদের জানাই পবিত্র ঈদের মঙ্গলময় শুভেচ্ছা ও ভালো থাকার কামনা ।