মনে পড়ে এই এখানেই তোমায় দেখেছিলাম ;  
আবেগ ভরে চোখের কোণে, জোনাক জ্বেলেছিলাম ।


বরবটির দানার দলে শব্দ গেঁথেছিলাম ।


ক্যানভাসে রঙ - নীল পুরুষের ছবি দিয়েছিলাম ;
চর্যাপদে ভৈরবী ঠাট
হারিয়ে চিনেছিলাম ।


পুবালীতে একতারাতেই সুর বেঁধেছিলাম ।  


জাদুকরের টুপি মাথে
শনের চুলে,
সেজে ওঠা ‘নবমিতা’ যাত্রা দলে -
রাতজাগা সোনা অঙ্গে রাজকন্যে রূপ ।  


সম্মোহনী চোখের খিদে পড়তে পেরেছিলাম ।  


চিলে কোঠায় ওপর-নীচ,
সারি সারি মাপা খোপ ;
স্বাধীন মনে নক্সা কেটে  
ভাঙ্গে ধান আমড়া কাঠের ঢেঁকি ।
    
বকবকমের গুলতানিতে পুঁথি জপেছিলাম ।  


তিন সত্যি - এই এখানেই –
তোমায় পেয়েছিলাম ।