মৃদঙ্গ তাল হৃদস্পন্দে,
যোগ বিয়োগে সমষ্টি ফল
এই মাটিতে চমক ।  
আজগুবি ছবি ভাসে
দেখা ক্যানভাসে -  
ইঞ্চি মাপে বেড়ে চলে
রাতের ক্লান্ত ছায়া ।


দীর্ঘ সফর শেষে
উদ্দীপনার মহতী উৎসব ;  
ওতপ্রোত কাল-মহাজীবন ।
একতারা বোল আনমোনা
ছুঁয়ে উদাস হাওয়া ।


বিশ্বাস বন্দী হ’ল
দোমড়ানো টিনে ;
অজানা আমার ‘আমি’
ঘুর পথের মোড়ে ।


ওলোট-পালোট কুপিয়ে মাটি
আবদারি কোদাল  -
মান-অপমান ঠিক-বেঠিক
ব্যস্ত বেসাতি ;
বুড়ো আঙুল লাফিয়ে বেড়ায়
অন্য আঙুল কড়ে ।