মনে পড়ে গল্পগুলো - আঁধার থাকলে ঘিরে ।
পলে পলে ঢুলুনি কাটে,  
আকাশের চোখে বাড়ে তেজ ।
তারারাও সুরের খেয়ালে পর্দা টানে
অন্তিম ঝাঁঝে ;      
‘মন্দির তলাব’ - এই নামে ছিল ঠিকানা, সবাই বোঝে ।  


বেশ বড়ো দীঘি,
পার, জল  পুরোটাই সবুজ ।  
অবুঝ শীতল ছন্দে কেঁপে ওঠে অস্থির অভিশাপ …
জলের কুঁজো ঘিরে, রান্নাঘরে, জড়িয়ে বিষাক্ত সাপ ।  
কুঁজোর জল কেউ ঢেলে দিক গলে
চোয়ালের বড় ফাঁকে মেটাবে পিয়াস ;    
পেয়ালায় তলানির মদে, কাল রাতে যেমনটা ছিল  
শব্দ ছিল ঐ ঠোঁটে - ‘হিস’ - বেসুরো অবকাশ ।


লোকে বলে ক্রাইস্ট-কে দিয়েছিলো - পেয়ালাতে মদ
খাগড়ার ডগায় বেঁধে
ক্রুশে তাকে বিঁধবে বলে ।


তুলতুলে বিস্মৃতির কোলে
পেঁজা তুলো উড়ে যায় ভুলে
আলোর ঝলকানি ;
রঙ নিয়ে আকাশেই কানাকানি ।  
কাটে রাত নেশার মেজাজে ।