হেলিয়ে মাথা ঐ কাঁধে  
গরাদ ফাঁকে আকাশটাকে দেখি ।
আড়াল মেঘে উড়ে বেড়াও
এড়িয়ে চোখাচোখি ।


কাক চড়াই শালিক
গায়ে মেখে শীতল রোদের কালশিটে  রঙ ।
আবোল তাবোল উড়ছে
ঊর্মি আঁধার পরখ করে ফিরছে ।


রাত গভীরে পাশে পেলে তোমায়
সাগরের পারে ব’সে  
দুটো চোখ স্বপ্নে দেখে জল ।  
ডাকাবুকো বাহারী তর্জা, রঙটাও চনমনে নীল
সাদা ফেনা অসীম চঞ্চল ।  


মুখোমুখি, হাঁটু ছুঁয়ে হাঁটু ;
ফাটা ঠোঁট  চিনচিন ব্যথা ।  
ঢলঢলে হিমঝুড়ি আঁধার আহ্লাদে  
ঝকঝকে চোখ মেলে চাইলো ।      
কাত হয়ে মোমশিখা প্রান্তিক সল্‌তে    
চিটপিট গলা মোম,  শব্দ ছড়ালো ।        


জানলার কাঁচে জমা ঘন কুয়াশা, আড়মোড়া ভেঙে
গড়াচ্ছে হেলেদুলে  শেষ প্রহরে ;  
দেখলাম, ত্রস্ত চোখের কোলে ।  
আঁধারে পাংশু মুখ,  চটা নীলে ধূসর শাড়ি
ব্যস্ত হাত এলোমেলো  কুঁচি গোছালে ।