ঝড়ের সাথী তুমি, কথার মোড়কে
আনন্দে সুখ উপচে পড়ে হাওয়ায় ভাসিয়ে ;  
কাঁপা কাঁপা আওয়াজ তোলে আমার দু-কানে ।  


কলকে, জবা, হেলা-ফেলার টগর
ছেঁড়া মেঘে ঝলকানি রোদ খুশির নজরানা ;      
মৃদু কম্পন ঐ বাতাসে আতর ভাসা ভাসা ।    


ঘন স্তরে রেষারেষি হাওয়া, মর্জিমাফিক চলন    
ঢাল তরোয়াল হাতে, রুখে দাঁড়ায় মোড়ল ;
লক্ষ্মীবাই ঝাঁসীর রাণী স্বপ্নে ভেসেছিল ।  


অনুবাতাস - লুফে নিয়ে কথা, দিচ্ছে মাইল রেস  
চিল, শকুন ছেড়ে যাচ্ছে পালক, পছন্দ তার যেথায় ;
ভবঘুরে পালকখাঁজে খোঁজে হীরে, অনুবাতাস ঠুকে ।    


সব ইচ্ছে মিটে গেলে, লোকে বলে সন্ন্যাস…
এলোমেলো হাওয়া জটিল তেজে, বিপত্তিতে মাথা ;  
এই  বোকা তুই জানিস, আমার অমরত্বের প্রয়াস।  


গল্প ছোট বড় - অংক ক্রমান্বয়ে, সৌন্দর্যের মঞ্চ -
সমারোহে অবাক করা ‘এপিক’- হাততালিতে কামাল ।
হাওয়ার দাপট রঙ্গিন বারান্দায়, মহারণের বাজি ;
সত্য-ত্রেতা-দ্বাপর-কলি এক প্যাকেজে বহাল ।