অনেক কথা বলেছিলাম, বলেছিও
তুমিও ঠিক তাই ।
স্বরে সুরে মাত্রাগুলো
দাগ কেটে যায়……


কিছুক্ষণের স্টেজ ।


শিউলি-বকুল-কদমতলায়,
ছন্দে হাঁটা রগড় রকম -  
একই শিলায়  খোদাই ।  


ছোট বড় মহাকাব্য  
সংহারে বিহারে
পুরুষ আর নারী ।  


সুকর্ম কুকর্ম - মগজ ভরা খেলা
টিকে থাকার দুর্বোধ  সাহস ;        
জুয়াড়ি সমাবেশ, বদখেয়ালি আলাপ ।      


জমজমাট যাত্রাগান,
শহর থেকে নগর ।
মন ভালো সংলাপ ।