সাদা কাপে গরম ছিল চা,  
ধার ঘেঁষে গোল টেবিলে
সরিয়ে ধোঁয়ার জাল, ফুঁয়ে ।  
জিভ সহা গরম অপেক্ষা ।  


দুধ ছাড়া লালসার কফি রঙ
বেগতিক মেজাজে ;  
দোল খায় লিকার, খেয়ালি ধ্রুপদী ।    
শোরগোল বেমানান কথা সব
কিচিমিচি চড়াই কোলাহল ;
লিপস্টিক রঙে ঠোঁট, পিপাসা গোলাপি ।


ক্যানোপির ফুটোপথ, এক ফালি আকাশ ;  
অতি দূর, এক তারা
ধীর রোশনাই -  
সাঁঝবাতি পিদিমের চুপিসারে কথা ।
নেশার গন্ধরাজ......
সাদা রঙ বিগলিত কালো -  
ঘাড় নেড়ে দুলে দুলে গড়ে সংলাপ ।  


এই রেখা, নেই সীমানা
হরবোলা নিঃশ্বাসে এক বাহানা ।