জানলাম মেয়েটা ছিল কালো……
সমুদ্রের রং আর মহাশূন্যের আলো।
কেউ কেউ বলে সে তো হীরা
নেশায় ম’জে বিচার দ্বন্দ্বে  
সবটাই হ-য-ব-র-ল ।


তবুও শুনলাম – ওরা খুঁড়ছে
কেউ তো বলেছে
হয় অমৃত নয় গরল
দুটোই ,তবে তরল ।


অসমান জমিতে গড়ে খেলা
ধর্ম তার সমতলে স্থির ;
কর্ষণে চাহিদা জোরালো
ঝিঙে ফুলে,
ফলটাই ধোঁধোল ।


ভুল হলেও ব্যকরণ সঠিক -
মেয়েটা সত্যি ছিল ‘কালো’ ।


প্রিয় কবি শরীফ এমদাদ হোসেন মহাশয়ের অনুপ্রেরণায় ।