আমার কথা –
একটি মেটাফরিক কবিতা, কাব্যে পুরাণ চরিত্রের উল্লেখ রয়েছে । আমাদের সাম্প্রতিক পরিবেশের বিপদ এবং অস্থিরতার সূচক এবং অধুনা সমাজের কিছু মানসিকতা ও সামাজিক অবস্থানের উপর প্রতিক্রিয়া দেওয়ার প্রয়াস । ভালো লাগা না লাগা পাঠকের বিচারাধীন ।


বৃষ্টি এলো – কী যে সব


কালো রাতের বাহানা শেষ
আলোর তেজে কাটছে ঘোর
তবুও আকাশে
ফ্যাকাশে শিখার, মায়াবী দূরের তারা ।
গণ্ডূষ জল আচমন সেরে
বলেছো কী কথা তাদের সাথে!
লাজবদনে ভুলে-ও ।


তোমার স্নেহসিক্ত নয়নমণি    
ইচ্ছে প্লাবন ডেকে নিয়ে
আন্দোলিত অধোরোষ্ঠ, রেখার বাঁকে ।
ছোঁয়ায় তুলি -
অভিসারের অভিদীপ্ত ।


আশা ভরা বাদল ধারা
ছন্দ তালে এলোমেলো –
কাঁধ জড়িয়ে ঘনিষ্ঠতা
বাম জানুতে বসে,
আড়াল রেখে জটিল বেড়া
‘কুচযুগশোভিত’
টসটসে খালি গা -
মকবুল ফিদা হুসেন আঁকা ।


এই সমাজে এখন সবাই
পুরাণ চরিত ব্রহ্মা !!


বলো না গো -
সেই বৃষ্টি, এবার এলো ।