দেখা হয় রোজ, ওরা যায় উড়ে
ছায়া পড়ে -  
উঁচু বাড়ি সোসাইটির ছাদে ।


ছেলেবেলা - আল ঘেরা ক্ষেত ।


অপেক্ষার বক উড়ে গেল  
ডানা মেলে…
বেমানান ছায়াটা পড়লো,
শীষ ভরা ধানে ।  


তবুও চিলটা ওড়ে, খালি চোখে দেখা ।  
ছায়াটা আর নেই,
উঁচু কংক্রীটে -
ডানা মেলে ভাসে দূরে - গভীর শূন্যে ।  


আমি মাপি জমি থেকে ঐ শূন্য,  
খুশি খুশি ভেসে থাকা হয়তো খানিক ;  
এলে ফিরে লোকে বলে –
এটা মানবিক ।

দূরের চিলটা ছিল গভীর ধ্যানে,  
সাধ ছিল তারা হবে
ফিরবে না আর......  
বেতের টুপি ঢাকা মাথার খুলি,  
কাটে ধান অনন্তকাল ।    


শূন্য ছাড়া বেসামাল, এঁকে রাখা রেখা ;
ধূসর স্ফটিক ।