হঠাৎ দমকা হাওয়া যাযাবরি মন  
উত্তাল শব্দমালা কাব্য বাহারে
পথে ছিল যথেচ্ছ মহড়া......
কচকচে কচি পাতা তুলসীর বাসন্তী মঞ্জরী ।  


বেশরমে বেশ – মোলায়েম আবেশ
ভেবেছি শোনাবো তোমায়
বেগতিক বাচাল লাজুক ।
তবুও ধড়ফড়, কেঁপে ওঠে বুক  
এসে কাছে খুব কাছে
হারাই ঠিকানা বারে বার ।


আস্তিনে ভাঁজে ভাঁজে বড় ছোট চিরকুট
শরীরের তাপে চাপে চটপটি বাজনা
কম দামী বারুদে সারমেয় উস্কানি  
হাতে গড়া তুবড়ির
ভুসভুসে নিলাজ ফোয়ারা ।
‘ভালোবাসি’ ফুলকিরা নিস্তেজ পলকে
মাটিতে লুটিয়ে মেশে অসহায় লাজ ।  


তাকিয়ে তোমার চোখে বলেছি কী !
রমণীয় পারুলে চেয়েছি মিতালি ।      


অবোধ প্রেমের লগন
ভোর রাত, শুকতারা ভয় ;
যদি প্রেম ছিল সে অলীক
গনগনে আঁচে তবু সহিষ্ণু লাজুক ।


সত্যিটা মেনে নিতে হয় ।