খানাখন্দে খাবলা-খাবলি কৃষ্ণচূড়ার লুকোচুরি ;
অকাল বেলায় বৃষ্টি নেমে ঘোলাটে লাল গঙ্গাজল ।
দেরী হ’ল কখন যেন কদম ফুলে রঙ ধরানো ,  
ফুরোয় পান্তা নিমক-করে ব্যাঙের নিছক কোলাহল ।  


ঢিলেঢালা বামাল কথা
মরচে ধরা কব্জা-ধ্বনি -
শাখায় জোড়া, রঙ ধরা আম  
মেঘলা বিকেল কানাকানি ।  


কয়েকফোঁটা জলেই জেল্লা
রামধনুর নীরব দোস্তি ;    
জমা জলে হেলেদুলে
শিল্প-কাজের অবুঝ কিস্তি ।  


আইন-কানুন পুঁথির লিখন
ধীমতী বাঁ (বাম হাত) আলপনা -    
নীরব স্থিতি ডাঁ-য়ের প্রীতি  
বেবাক সুধীর জল্পনা ।


ভোর কুয়াশায় ধাক্কা খেয়ে
রবির কিরণ সরলরেখায় ......
দ্রৌপদীর কাপড় টেনে
ইচ্ছে রমণ আইন সভায় ।


ঠোঁট-ফাঁকে বক ভরছে হাওয়া
উপদেশের গুলতানি -
সাথীহারা প্রেমিক ধীবর
উপভোগের হাতছানি ।


আহার শেষে মৌরি দাঁতে
ঘনঘটায় ঢেকুর শ্বাস !  
বেলি-গেঁধার বাদুড়িয়া  
দুধের শিশু বাজির ফাঁস ।