বেপরোয়া দুপুর আস্তিনটা গোটায়
পেতে শীতল ছোঁয়া ;
ইলিক ঝিলিক বৃষ্টি ছিল মাথার ওপর  
কথা ছিল না ।
তাও এলে কথাও বললে
ঠোঁটে রেখে মন কাড়া টক-মিষ্টি হাসি ।  


চোখের তারা হঠাৎ থেমে ছিল    
আমার প্রথম দেখা তোমায়, এখন এখানে ।

উড়লো বাতাসে
টুকরো টুকরো শব্দ কবিতার ।  
আঙুল ফাঁকে পেন ঘুড়িয়ে লিখলে কাগজে -  
কবিতার ঐ শব্দগুলো
সাগর জলের দোলায় লাফিয়ে বেড়ালো ।
আঁচল টেনে মুচকি হেসে
দিয়েছিলে জানান -
দেখা হবে আবার ।


খোলা বাতায়ন মৃদু সমীরণ
ফিসফাস শব্দে সে, ঝাঁকিয়ে আপন কাঁধ
বেদম অহমিকা ।  
মাটির ওপর আকাশ  
ইচ্ছে ভীষণ মাপি -  
ফিতের অন্য খুঁট, পায় যদি শূন্যের সীমানা ;    
এই যাত্রার রসিক যবনিকা ।  


মেঘের নীচে গাইছি গান
উল্টো দোল খেয়ে ;
পাল্টা চালে বেড়ে চলে শংকা ।
অংক কষেছিলাম,
আকাশ মাটি ফারাক
লেখা হয়নি, অংকের সংখ্যা ।


গোলোকধাঁধায় গুব-লেটি চিন্তা    
আজও জানি না ;  
পেন ঘুরিয়ে লিখেছিলে কি!
বৃষ্টি যখন ভিজিয়েছিল
এক চিলতে মাটি ।