চাঁদ মুখে রুপোলি আব্রু হাসি, মুগ্ধ আমি  
মন কেমনের শুরু…
শুনি বুকের চঞ্চল ধড়কন, যখন  
তুমি শিউলিতলায় হাঁটো
হিসেব নানা তলিয়ে দেখে
মেনে নিচ্ছি তখন ।    


পথ আমার সরলরেখায় গমন ।  


মন ভরেনি আদরলোভী, এলেবেলে কুকুর
কান উঁচিয়ে শুনেছে সে
মৃদু ছন্দের দোলন…  
ঐ শিউলি গাছের কোণে
পায়ের নখে খামচে মাটি
ঘেউ ঘেউ চীৎকারে
হাওয়ায় তুললো কাঁপন ।


থিতিয়ে দুপুর শান্ত আলোয় কোকিল ডেকেছিল
নিরালা খেয়ালে, ভীমপলাশি সুরে
তোমার ঝিমিয়ে থাকা অধর ছোঁয়া
অবশ হাসির ঘোরে
ঠিক দেখেছে তখন ।  


তোমার চাঁদপনা মুখ আকার সাকার
স্বছ সরল ভাষা -  
ছলনার চতুর বাটোয়ারা  
মন্দ কীসে
বেশ তো দেখি, জমজমাটি খাসা ।  


আমার উদ্দীপনা লাফিয়ে বাড়ে তবু
রাশি অনুপাতে
ভুল ছিল না যেমন ।