‘নির্ঝরিনী’ স্বপ্ন এলো বুকে,
এলোপাথারি বয়ে চলা সুখে ।
গাছগাছালি ছোট হোক বা বড়
সবাই যে ছিলাম একই সাথে ।  


গুন্‌গুনিয়ে মেঘের আনাগোনা
সন্ধ্যে নামে কুলায়িকা পাখীর
বন্দিদশা প্রেমে -  
তবুও, আঙুল বোলায়
নিস্তরঙ্গ অজানা আলাপন ;  
পরিণত সতীত্ব থাক ভেজা অনুরাগে ।  


হারিয়ে যাওয়া সমুদ্র-ঝড় নই
আত্মহা স্মরণ ;  
হেঁটে চলা মন-ভোলানো বাউল
নির্লিপ্ত আপন ।  


রাত জেগে প্রহর গোনা
হরিবোলের নামাবলী গায় -
অভিধানের বঙ্কিমী তেজ
হঠাৎ শোরগোল ;
বাংলা ফন্টে, আঙুল ঘুরে বেড়ায় -
হেদো বনে (প্রিয়জন হীন) ভোঁদড় সাথে  
খেঁকশিয়ালী দল ।
মিলনসেতু 'ব্যাপক', 'ফাটাফাটি' ;  
সন্দ (সন্দেহ) ঝেড়ে আছি বসে
তোমার অপেক্ষায় ।