টগবগানো খয়েরি গোলাপ ......  
সমাজ মানে জীর্ণ অপলাপ ।  
অফুরান চাওয়া পাওয়ার
যত্ন চাষের ফুল,
কাণ্ড হুলুস্থুল ।  


হপ্তা শেষে দুটো দিনের ছুটি -
বাদল দিনের খেলা লুটোপুটি ।  
বিয়ে বহির্ভূত প্রেম  
কল্পলোকের নীড় ......    
মলের  হলে প্রেয়সীদের
ঠেসাঠেসি ভীর ।


আমের বাজার ভিন্ন স্বাদের
আলফান্‌সো, ল্যাংড়া -
ভারতনাট্যম ঢিমে তালে  
চটুলতার ভাংড়া ।    
পর্দাফাঁকে কড়ামিঠে
রোদের আনাগোনা ;  
শান্ত দুপুর নিচ্ছে কেড়ে
অনাবৃত ডানা ।  


সুখ মোহনায় ‘না’ শব্দ
রোদের মেঘলা সকাল
পড়ে মনে ছন্নছাড়া
অনুরাগের কাল ।  


ইচ্ছে ... তবু মানতে নয় রাজী  
এক কেষ্ট, সহস্র ভোজবাজি ।


বিঃ দ্রঃ - মলের(Mall) ;  হলে(Hall)