রাত গভীরে শুনেছি ডাক - কাঁচের শাটার বন্ধ ;  
ছড়িয়ে আছে কালো কেশে রক্ত-হিমের গন্ধ ।    


তোমার মুখের বাদল আদল বুকের কোটরে ,
হেলেন-সীতা দ্বন্দ্ব অটুট তুলির জঠরে ।  


টুকটুকে গাল, কুলু আপেল, বিয়াস নদীর তীর ;  
উত্তেজিত হৃদয়াণু বর্ণালী-লেখ স্থির ।  


রগড়ায় পা কচি ঘাসে গড়িমসি শ্বাস -  
সুসঙ্গত প্রস্ফুটিত আদর পরিহাস ।


মিষ্টি স্বাদের ধ্যানধারণা ‘ডিও’র ব্যাপক ঝাঁঝে ;  
চাঁদনি রাতে, বুনো মোষের মেজাজ শহর বোঝে ।  


রঙ্গিন ফানুস তাসের দেশে, ঘুষে তোয়াল মোড়ক -
উদোম ঝড়ে গোঁত্তা মেরে আকাশ জুড়ে চমক ।  


শীত-বসন্তে নেশার দুপুর, ঝরা পাতার শব্দ ;  
ধুনুচি-নাচ ব্রাহ্মী সদয় ‘- - শ্রী’ ভাগ্যে জব্দ ।


উচ্ছ্বাসী বোল হরিধ্বনি, মারণ-জ্বরের বাজী -
কাদাখোঁচা লালচি ঠোঁটে, সর্ব ঘাটে আছি ।