ভেজাল দুপুর শোনে, ভোমরার সাইরেন
শত ফুল আঘ্রাণে -  
সঞ্চিত মধু আহরণ ।    
ছেঁড়ে-খোঁড়ে পাপড়ি কোরক -
অক্ষম প্রজন্ম প্রতিবাদী ;  
ফোটা ফুল ভোমরার রেণু সোহাগে
উর্বর খেত আবাদী ।


মৌ বনে রাণী-মাছি, একবার সঙ্গমে  
দেড় হাজার ডিম পাড়ে দিনে ।  
মৌচাক জমে ওঠে
তলপেটে লালা ঝরা মোমে ।
হাল্কা ডানায় ওড়ে স্বল্পায়ু অতিথি -
অজ্ঞান জনতার মোহময় ঘোরে ।


শিয়ালের জুয়াচুরি বেচারা শ্বাপদকুল  
ধমকায় চমকায় বিধু ;  
অপেক্ষা সময়ের, মধুলোভী জানোয়ার    
শুষে নেয়, সুস্বাদু শ্রমের মধু ।


শখের বাসার চাক, বিদ্রোহে খান্‌ খান্‌ ;    
শোকে তাপে ছেড়ে দেয় রাশভারী ধড় -  
অনাদায়ে মৌবনে মধুরাতি ।
ডুগডুগি হতশ্রী, অনুদানে মজে মন,  
লাজে নত বৈরাগী রুদ্র-পলাশ -      
উৎসবে গণতন্ত্র, গর্ভবতী ।