একবার মানব ধর্ম মানিয়া আমরা মানব হইয়া কি ভগবান- আল্লা কেউ অবজ্ঞা করিতে পারিনা।
আমরা মানব আমাদিগের কাহারো কাছে ঝুঁকিবার নাই।
আমরা সৃষ্টি করিতে পারি, আমরা জন্ম দিতে পারি, তাই আমরাই পারি একটি সুন্দর জীবন রচনা করিতে।
আর তাহা হইলে কাটা-তার দিয়া আমাদিগকে দ্বিখণ্ডিত হইতে হতো না।


--- কবি সম্মেলনে আমরা আমাদের অনেক কবি বন্ধু-কে পাবো না শুধু কাটা-তারের কারণে।
এবং এই কষ্ট দু-তরফেই পেতে হয়।
আমরাই যে আমাদের একসাথে চাই না।
তবে কোনো-কিছুই শেষ নয় তাই নিশ্চিত আবার মানুষ এক হয়ে বাঁচবে।