দুখী --   ' সুখী ' - 'তোমার যে দেখি সদা হাত শূন্য,
             তোমার কণ্ঠ বড় শক্তিহীন -
             কেউ তো করে না তোমার তোয়াজ।
             তবু কি সুখে সুখী তুমি ? এত  কেন পূর্ণ ,
             এত মলিন প্রতি দিন -
             কি পেয়েছো ধন ? আমি পাই লাজ।"


সুখী--   ' দুঃখী'- ' তুমি কেবল চাও ক্ষণিক,
           অল্প সে ধনের আয়ু -
            হিংসে ভরা শরীর তোমার, মন করেছো কালো।
           এত বড় আকাশ-এত সবুজ-এত রসদ চারিদিক,
           আমার প্রাণে দেয় প্রাণ নির্মল বায়ু -
           তুমি যা দেখ অল্প , সে আমার অল্পই ভালো।


          আমার পূর্ণতা জ্ঞানের মাঝে, আমার পূর্ণতা পৃথিবীর কাছে।,
          যা চাই আমি- দেখি , সকলি যে রাখা আছে,
          আমার ঘরা পূর্ণ কোরে - তুমিও দিয়েছো তাতে ভোরে ,
           আমি ডুব দিয়ে যাই- আনন্দ জীবন সাগরে।" ।।