আমার জন্ম ১৯৮০ সালে শিলিগুড়ি নিকট উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
বর্তমানে শিলিগুড়ি র শিবমন্দির এ থাকি।
বাবা চাকরি করতেন বিস্ববিদ্যায়লের পরীক্ষা বিভাগে।
আমার দাদা ব্যাঙ্গালোরে সফটওয়্যার এঞ্জিনিয়ার, মূলত দাদা-র উৎসাহে আজ আমি আমার কবি লেখক বন্ধু-দের পেয়েছি।
সাহিত্য আমাদের রক্ত বহন করছে আমি খুশি যে আমাদের নিস্তার সেখান থেকে নেই,
তাই প্রতি বাঙালির মত লেখার মধ্যে কবে থেকে ঢুকেছি তা মনে করা সম্ভব নয়।
কবিতা, গল্প, উপন্যাস লিখতাম আর সেগুলো সেগুলো নিজের মধ্যেই রেখে দিতাম।
খুব কাছের এক দুজন জানে মাত্র।
আমার দাদা নিজের থেকে আরো কিছু-জনের কাছে ছড়িয়ে দিতে উদগ্রীব হয় এবং সেই উদগ্রীবতা-র কারণে সবাই কে পেলাম আর এতো জনের লেখা , ভাবনার পরিচয় পেলাম।
আমি খুব আনন্দ পেলাম আপনাদের এতো কাছে পেয়ে এবং একজন কে লেখার মধ্যে দিয়ে অনেক বেশি করে চেনা যায় জানা যায়।
আমি ভাবছিলাম প্রতি জনকে নিয়ে তাই যে কবিতা-টি লিখলাম- " শুধু আমি-ই " সেটা আমার কাছে সত্যি তাই , কারণ আমি কি তা একমাত্র প্রকাশ পায় লেখার মাধ্যমেই।
তাই আমার ভালো লাগে আমার প্রিয় কবি-লেখক বন্ধু কে অনেক ভেতর থেকে জানতে পেরে।