আমি মনে করিনা , আমি অন্যায় করেছি।
জানি তোমাদের চোখে অনেক ছোটো হয়ে গেছি ,
অনেক বছর যে জায়গা করেছিলাম অনেক কষ্টে-
আজ সে পতিত নষ্টে।
আমি জানি।।
কিন্তূ আঘাত কাউকে হানিনি।
শুধু নিজের কাছে হয়েছি বেপরোয়া ,
তোমাদের কাছে হয়তো উশৃঙ্খল হয়ে যাওয়া-
এটুকু কি আমাকে দিতে পারো-না ??
আমার জীবনে এতটুকু আমার - তাও চাও-না ?
সবার জন্যে ভেবেছিলাম , নিজেকে অনেক করে দিয়েছিলাম ,-
তবু আজ খারাপ তোমাদের চোখে,
পারিনি সংযত হতে।
এটুকুও নেই আমার জন্যে কেবল ?-
কত চাওয়া , কত ভাবে মেটাবো কেবল ?
একটু জায়গা চেয়েছিলাম নিজের পরে ,
তোমরা চাইলে শুধু  তোমাদের মতন করে।
তোমরা যাকে ভালো বলে নাও- আমায় তেমন করে চাও-
আমি একটু করেছি অন্যায় , নিজেকে দিয়েছি নিজে যা চায়। --
তোমাদের কাছে যোগ্য নোই আমিও!
চোখে চোখে সে কথা জানিও।
পারলাম না , হার মেনে নিলাম- চাইবো না দাম ,-
তবে এটুকু জায়গা , আমার জন্য আমি দিলাম।
তোমার চোখে যা হলো খারাপ , সে বিষ আমি তুলে নিলাম-
কাউকে আঘাত করিনি , ভালোই  চেয়েছি সকলের জন্যে --
নিজের কঠিন হৃদয়ে , তোমাদের ঘৃণ্যে --
একটু না হয় ভিজিয়ে  দিলাম ।।