শেষমেশ জীবনানন্দ থেকেই ধার করলাম--


বাকিটা আমার


তুমি তো বেশ এদিক-ওদিক তাকাতে জান
আবার ধরো বা ছুঁড়ে ফেল--অফুরন্ত সময়
তবে ভেজাল ছাড়াই বলছি--আমি সরে গেছি


কিন্তু এর বেশি আশা করো না
তোমার শুনেছি নরম মন
কোথায় আবার মর্মাহত হয়ে কষ্ট-ফষ্ট...


ভীষণ ব‍্যস্ত আছি এখন বাইরে তেমন বেরোই না
সদ‍্য ছিঁড়ে ফেলেছি সিলিং থেকে ঝুলিয়ে রাখা দড়ি


দুঃখ করো না ট্রাম-বাস... দূরে থাক
বাইগড যা ভিড় তার ওপর এই সুখের ভুবন
          আমি এখন মরতেই চাই না