ঢাল বেয়ে জল নয় মানুষ গড়িয়ে চলে
বেঁচে থাকা সহজ হয়ে যায় বন্দুকে,
ওরা অধিবাসী নয় আদিবাসী
মরলে খবর হয় না দেশে দেশে‌।


জন্মে নুন-পান্তার পাড়ায়
একটু ফ‍্যান-মারা ভাত সঙ্গে সজনে শাক--
উপচে পড়ে ভিড় হাভাতে শরীরের
পাথর ভেঙে ভেঙে যায় শ্রমে।


মিলন সত্য চিরকাল, জন্মে যায় হাভাতে'রা
সাজানো সভ‍্যতার গহ্বরে অবলম্বন খোঁজে,
চুঁইয়ে পড়ে ফোঁটা ফোঁটা রক্ত-ঘাম
ভিজে বাড়ির ইট থেকে।


গান নয়, কঠিন নিখুঁত শব্দে
দেবতারা পাশা খেলেন নিভৃতে।