বাতাসে আসে দোজগের ঘ্রাণ
চোখেতে আসে অভিশাপ মেশা পাপের প্রাণ
হাত ও যেন আগুনে পোড়া দগ্ধ জান
এ কি? মগজের ঘিলু নাকি শয়তানের প্রাপ্ত বরদান!
মাথার খুলি যেন পাপের জেলখানা;
চিন্তা-চেতন যেন পিশাচের নিজেরই জন্মদান!
দেখলে মনে হবে এ যেন মোহ'র পুনর্জন্ম কাল।


ফুসফুসে তামাক শিশির বিন্দু স্থান পেয়েছে,
যেখানে পরিচিত বায়ুও রঙিন লাগে!
ভাঙ্গা পাঁজর থেকে ঠেকড়ে বেরিয়ে আসা-
হৃদপিণ্ডে ভূত-ভবিষ্যতের ১৩ টায় বেল
বেজে উঠা এইটুকু কম্পাস!
বিশ্বাসের ধরি গলায় বেঁধে সাক্ষী দেয়-
সাত লক্ষ তিন হাজার প্রাণ!