অনেক স্বপ্নের রাত স্বপ্নহীন।
আলাপচারিতায় এগিয়ে আসে সময়।


মরীচিকা আর মরূদ্যানের মাঝে
জোর কদমে হাঁটতো যে মন
স্থির নজরে সূর্যাস্ত দেখে।


তপ্ত বালু আরো উত্তপ্ত হলে
হয়ত পরিযায়ি পাখীর দল
উড়ে যাবে ..


অন্য কোন জলাশয়ের ধারে
সবুজ ঘাসে ঘাসে
আবার রোপিত হবে স্বপ্ন ভ্রূণ।


তাল তমাল জাম কাঁঠালের বন..
তৈরী হয়ে গেলে,
আমিও ফুটবো ঘাসফুল হয়ে..


অন্য কোন শতাব্দির সকালে।



©® স্বপন কুমার দাস