গভীরতায় মগ্ন হলে
পৃথিবীটা নেহাত ছোট হয়ে আসে।
নদীরা সব সোঁতার মত
সৈনিকেরা ধুলো উড়িয়ে
উজাড় গ্রাম পেরিয়ে যায়..
ওদের জন্য আজ
কাছাকাছি কোন গন্তব্য নেই।
কালকেও ছিল না।


মূর্তিকে ফুলদিয়ে ঢেকে
ব্রতপালনের চেষ্টা একটা অপরাধ,
কেউ স্বীকার করে না।


ভাজেঁ ভাজেঁ বরফ জমেছে
   ‌   .                            জ ম ছে।
গলনের তাপটুকু
কেউ শরীর জ্বালিয়েই বয়ে নিয়ে আসবে।


পর্ণমোচী বনের পিছনে
কখনো এক টুকরো কালো মেঘও ভাসবে।


এসবই আব-হাওয়ার পূর্বাভাসের মত।


যেমন আমাদের অর্ন্তবাসগুলো  উড়িয়ে
আরো কিছু কালবৈশাখী..



©® স্বপন কুমার দাস