ঈষানি হাওয়া অবিশ্বাসের পাল তুলে
শুনিয়েছে তোমার নিরুদ্দেশ যাত্রা
নক্ষত্ররা চুরমার হবে জেনেও
পড়া হয়নি সেই নিটোল বর্ণমালা।


সময়ের স্রোতে অস্পষ্ট
দুচার পদচিহ্নের রোমন্থনে আছে-
                      নির্জন তটভুমি।


তোমার তীব্র শুভ্রতার সামনে,
প্রায়শ্চিত্যের কোন লাল গোলাপ-
     আমার রিক্ত বাগানে ফোটেনি।


এখন এই অবেলায়,
বেদনায় সিক্ত শরীরে,
নিজেকে নিয়ত টুকরো করি।
অথচ কোন বৈশাখী দিনে
একটা তুখর ইচ্ছায়
শুধু তোমারই নাম লেখা ছিল।