উড়াল পুলে উঠে ইস্তেহারটা পড়া যায়।
সবুজের সামিয়ানা ফুঁড়ে
অনেক উচ্চবিত্ত অহংকার।


ব্যালকনিতে কারোও অন্তর্বাস-
দোলে উত্তরের হাওয়ায়।
যেখানে একদিন বনস্পতিদের দীর্ঘ আলিঙ্গনে
ফুটত বসন্তফুল।


সাবধানী আলাপ চলে-
ক্যফেটেরিয়ায়, ট্রাফিকের সিগন্যালে।
একই পেয়ালায় ডোবে
প্রেমের সব পুরানো ডেফিনেশন্।


মুঠোর মধ্যে পৃথিবীর ব্যস্ততা-
রিলেশনসিপ গুলো আসাযাওয়া করে
টেলিশপিঙের বাক্সে,


....তবু মন খূঁজে ফেরে এক পরশপাথর।


এত আলোর মাঝেও শহরতলী নিস্প্রদীপ
হাইডেসিবলে ম্রিয়মান বাজে কর্ণাটকী সঙ্গীত।


চেনা, কিন্তু বড় অচেনা লাগে আজকাল,
                                বদলে যাচ্ছে শহর।


ব্যাঙ্গালোর, (নভেম্বর- ২০১৬)