দেশপ্রেম আমাদের সাহিত্যের একটি বিশেষ অংশ, হয়ত অন্যদেশের সাহিত্যেও। কিন্তু দেশ মানুষেরই আঁকা এক অদৃশ্য সীমারেখা মাত্র। দেশের সীমানা বদলায় ,বদলায় দেশপ্রেমের পরিভাষাও। ভারত বিভাগের আগে যে সব সাহিত্যের রচনা হয়েছিল তা আজ অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে।আসলে আমরা বিশ্বনাগরিক তাই   বিশ্বজনীন আবেদনে সাহিত্যে  মানবতাই সর্বোপরি কারণ Patriotism is not one of the noblest virtues of man kind শ্রদ্ধেয় কবিগনের মতামতের অপেক্ষায়।