চেয়েছি যাকে পাইনি'তো তাকে !
        চাইনি যাকে পেয়েছি'তো তাকে ।


তবু আনন্দিত আমি
        থাকি হাঁসি খুশি ।
চাইনি যাকে তাকে নিয়েই হাঁসি খুশি ।


তাতে কি ! আমি'তো পেয়েছি !
        কত আছে যারা পা-ই- না !
আমিতো পেয়েছি
       একেবারে না পেয়েতো রইনি !


যাহা পাইনি তাহা পাওয়ার আসাই  
       আমি এখনো হাঁসি খুশি ।


চালিয়ে নেবো বুজিয়ে নেবো চেষ্টা করিব
        নিজের'ই মত করিতে ।


যাহা হবে তাহা'ই ভাল
        না হলেও যে পারিবনা
কাঁদিতে আর কাঁদাইতে ।


রব জানে আমার কপালের
       লিখন কি আছে ।


রবের ইচ্ছা যেমন
       আমিও মানিয়া নিব তেমন ।


তোমরা যারা পড়বে এই লিখন !
       দয়া করে করিও একটু দোয়া তখন ।


জানি আমি !
      অ'ডেল পাওয়ার আসা

স্বয়ং রবও যে পূর্ণ করেনা।
     তাহা আছে কিতাবে লিখা ।


তবু চাইব বেশি কিছু নয়
       হউক'না যতই কম।