আকাশ থেকে খসে পড়া
     পূর্ণিমার চাঁদ টি যে আমার না !


ভাবছি কি করব !
     ভুল করে এসে পড়েছে-
আমার কাছে।


আমি যে কি করব বুঝে উঠতে পাচ্ছি না !
      তোমরা কি কেউ আছো ?


এর প্রকৃত দাবিদার  !
      আছো কি কেউ ?

আমায় মুক্ত করিবার !
      আমি যে এর যোগ্য না !


এসো এসো আমি আছি অপেক্ষায়
      সেই প্রকৃত জনের।


আমার কাছে আমি তার সুন্দর-
      রক্ষা করার যোগ্য না'।


যার তোল নায়---
     আমি যে কৃষ্ণ , খাটৌ , কুৎসিত।


রব যে কেন এত বিশাল এক পূর্ণিমার-
     চাঁদ আমায় দিল!!


যার যোগ্য আমি কখনোই ছিলাম না !!!
  বুঝি না আমি বুঝি না কেন যে দিল ?
যার যোগ্য যে আমি না।


আমি চাঁদ বিহীন---
     কৃষ্ণ,কালো,খাটৌ হয়ে থাকতে চাই।


আমায় কেউ ভুল বলো না !!!
     আমি যে তার যোগ্য না !!!
চাঁদ টি যে আমার না ...।