বড়-ই হতভাগা হয়ে গেলিরে তুঁরা-
        বড়-ই হতভাগা!


এক প্রান্ত দেখে করছ-রে-
       -উল্লাস আর হাই-হুতাস!

অপর প্রান্ত দেখার সময় যে নাই !
        অপেক্ষা নাই-রে তুঁদের নাই ।


এই যদি হয়-রে তুঁদের অবস্তা-
       -তবে কিভাবে করবি-রে রক্ষা !
তুঁদের গর্বের জয় ।


যাহা দেখা-ই তাহা দেখছ-রে তুঁরা-
       -নিজে কিছু দেখার চেষ্টা-যে নাই।


তবে কিভাবে সাজাবি-রে তুঁরা !
        তুদের রক্তিম সূর্য'দয়।


একদিন হারিয়ে যাবিরে কালের গর্বে !
        আদ আর সামুদ জাতির মত।


পাপ দিয়ে পাপ ঢাকা দেছরে তুঁরা !
        দেখে বিশ্ব জনতা ।


আর কতদিন দেখবো এই মরন খেলা !
       খেলবি তোরা কতদিন ?


বুজেরে অসহাই ! বুজেরে গরিব আর-
      -দুঃখী সর্বজন! বুজলিনা শুধু তোরা।


বড়-ই হতভাগা হয়ে গেলিরে তুঁরা-
      - বড়-ই হতভাগা ।।