সত্যি বলতে আমি এক বেসরম !
       হলাম শান্তির জন্যে ।


বেসরম'টি হতাম যখন-
      -শিমূল তলায় ভালবাসার জন্য !


অবয়ব'টি দেখতে ছিল-
      -সূর্যমুখীর  মত ।
ছিলাম যখন ভালবাসার জন্য ।


আমি এক বেসরম হলাম এখন-
      -শুধুই কি শান্তির জন্য !!!


শান্তি নাই যেইখানে--
       -ভালবাসাও যে নাই'যে সেইখানে ।


এখনো'তো হতে পারতো-
       -অবয়বটি তোমার সূর্যমুখীর মত ।


হতে পারতো হাঁসিটি তোমার-
       -শিমূল তলার মত ।


সত্যি বলি কি !
        আমি হলাম শান্তির জন্য বেসরম


তুমি আমার কিছুই পাওনা !
       যাহা পাও তাহা শুধুই বাহানা ।


তোমায় আমি করি কত ক্ষমা !
       কখনো কি ! উপলব্ধি করনা ।


পাবে কি এমন একদিন !
      যেদিন আমায় করেছো ক্ষমা !


তুমি কি করবে আমায় ক্ষমা ?
      তুমি যে পাবেনা এমন ধুলা !


তার চেয়ে চল করি বন্দী !
      দুই জ্বালাকে কুণ্ডলিতে ছুঁড়ে দিয়ে -


-দুইজন মিলে শিমূল তলার-
      রাস্তা দিয়ে চলি ।


তুমিও নাহয় হও'না একটু বেসরম !
      আমি কিন্তু শান্তির জন্যই বেসরম ।