এক কলসি ভালবাসবো তোকে বলেছিলি তুই
সময় বদলেছে এখন কি বলবি - এক অ্যাকোয়াগার্ড ভালবাসবো?
সব বদলেছে, বোকারা বদলায় না, গাছ-পাতা-লতা-ফল-ফুলের গান গায়
বলে নাকি প্রেমের গান..
মৌমাছির মৌতাতের সুর কাটে রেডিওফ্রিকোয়েন্সিতে
বদলাচ্ছে রে সব বদলাচ্ছে।  মৌমাছিরাও হয়ত বলবে এক মোবাইল ভালবাসা দিলাম
নে ধর! কামড় কামড় আর কামড়
চোখ ফোলা নাক ফোলা মুখ ফোলা
বোকারাও এখন আর বলে না এক কলসি ভালবাসবো।
শুধু বলে এক মোবাইল শরীর দেখব.. পারবি দেখাতে..। ঐ দ্যাখ আন্তরজালের সাম্রাজ্য
তোর-আমার সকলের নগ্নতা ধরা আছে..
গোদা বাংলায় বলে ন্যাংটামি না নষ্টামি...।
.
.
.
.
এক মোবাইল ভর্তি নষ্টামি!!