জীবনের উপপাদ্যগুলো যদি সূত্র ধরে মেলানো যেত
বেশ হতো..
হিসেবের হিসেবি মাথা, হৃদয়ের বেহিসেবিতা
ভাললাগা-ভালবাসা-অনুরাগ-অতিরাগ!!
সোনা-ঝরা রোদ, ভেজা কালো পিচ, পাশে সবুজ-লাল
শাল-শিমুল-পলাশ... বর্ষা ঝিরিঝিরি
ওয়াইপার ঢাকা জলের নাচন - মন নাচছে
দুলছে ... জুনুন...
... সাইওনীইইইই....
  
হারিয়ে যায় সব হারিয়ে যায়... থাকে না, সময়ের স্রোত; সংকল্পের
বিকল্প... মুনা গেলে তুনা... তাও গেলে সোনা...।
চক্রাকার বৃদ্ধিযোগ...
শাল-শিমুলের আঁশ ঝরে, মানব-মানবীর ঝরবে না?
পাড় হওয়া বড়ই কঠিন...
উদোম নদী? সেতো আরোও... অতীত থেকে বর্তমানে যোগ
ভবিষ্যতের আগমনী গাইতে হয় না তাকে...।।