যদি বলি অপেক্ষা কর... করবি? যুগ থেকে যুগান্তে?
ধরবি হাত... দুহাত বাড়িয়ে... শাল জঙ্গলের আঁধার ঘেরা বৃষ্টি
ভেজা মাটি চোরা রাস্তা... দোদুল দোলে বুক ধুকপুক
কাঁপন ধরানো সূর্যাস্ত... পারবি কদম ফুলের ম ম ভরিয়ে জামা খুলতে?
নগ্নতার সৌন্দর্যে হারাতে চাই... চল হারাবি??
আমি অপেক্ষায় আছি অনন্ত সূর্যের ওপার হতে...।


ঈশ্বরের শপথ হারাবো-হারাবো-হারাবো....।
জড়বো-জড়াবো-জড়াবো...।
মিশে যাব অনন্তে, লীন হব দিনান্তে গোধূলিবেলায়,
সাঁঝবাতির বেদনা চিরে-চিরে টুপ-টুপ আনন্দ ঝরবে তোর শরীরে;
নগ্নতার চেতনা... সৌন্দর্যের মুর্ছণা... সৃষ্টির উল্লাসে
আমি লীন হব, লীন হব, লীন হব বর্ষবরণের রাতে।