অন্ধকার বাড়ছে, সবই শান্ত তবু অশান্ত
জীবনের রং কি মরণের থেকেও গাঢ়?
কবিতার পাতার ছোট্ট একটা লাইক
তারও জোর এত!


আচ্ছা তোরা বল লাল-পাতাবাহারের কি উচিৎ নয়
মৃত্যুর সংবাদ ঢেকেঢুকে রাখা…
আর কতবার মরি বলত??
দেবাশিস্-গুলো এত মৃত্যুমুখী হয় কেন বলতো?


রাত্রি বেড়েছে, তারারা ক্ষণ গোনে ক্রমাগত
তাদেরও ঘুমোতে যাবার সময় হলো...
আচ্ছা সবাই যে বলে মরে গেলে তারা হয়ে যায়..
তুই কোন তারা হয়েছিস! - বল না?
  
নৈশব্দেরও ভাষা আছে লোকে বলে,
তোর কি ভাষা বল না? মৃত্যুর ভাষা!
একটু পড়ে নিই...



http://www.bangla-kobita.com/subir/post20141217110907/


এই লিঙ্ক্টাই সকলকে যেতে অনুরোধ করছি। পাতায় গেলে আরো একটি লিঙ্ক পাওয়া যাবে।  এই লেখাটি লিঙ্কটি দেখার ফসল.।