স্বপ্নগুলো পূর্ণচ্ছেদের সাথেই জেগে থাকে,
সম্পর্কগুলো বিযুক্তির যোগে আগুন জ্বালে...


বলতে পার - তড়িৎ গতি কাকে বলে?
শালুক ফুলে কি পদ্ম কাঁটা থাকে?
পদ্মপাতায় কখন জল ধরে?  ঈশ্বরের ইচ্ছা কাকে বলে?


একলা অলীক, পূর্ণচন্দ্রের রাত্রি, সাথে লাল-পাতাবাহার
বাতাসে ভাসে গুঞ্জন - পূর্ণচ্ছেদে তড়িৎ থাকে
সম্পর্কগুলোয় থাকে পদ্ম কাঁটা, বিযুক্তির যোগে
জল ধরে.. আর ঈশ্বরের ইচ্ছে???
যখন আগুন জ্বলে!!!


অলীক নিরুত্তর - জল-আগুন-আকাশ-বাতাস-মাটি এই পঞ্চভূত তো তারই তাহলে কিসের বিযুক্তি...