পলকে পলক মেলে, একথা শুধুই শোনা
কে জানে কে পেয়েছে তোমায়
বলে নাকি ডাকলে মেলে
তবু তুমি হারিয়ে গেলে!


অনেক খুঁজেছি পাই নি...
তুমি বল - বাড়াও হাত...
এই নাও ধর! পারবে ধরতে! পারবে ভরতে!


কেউ বলে তুমি অধরা কেউবা ... জানি না কি!
তবুও বলি - ধীরে সখী, ধীরে পাখনা মেল
ফুল উঠবে খিলখিলিয়ে, বাতাস মাতবে নাচে
বৃষ্টি গাইবে গান, পাখিরা জুড়বে কলতান
সাথে থাকব তুমি আর আমি!


থাকবে তো সাথে?
বাসবে তো ভাল, শেষ রক্তবিন্দু দিয়ে....