একফালি নীল আকাশ, নিচে সবুজ ঘাস
ছোট-ছোট তরঙ্গগুলো ভাসে আনমনে
নিজ সুরে, খুশি উপচে পড়ে স্লিপারগুলোতে
মন ব্যথা সরিয়ে পা বাড়ায় বহুদূর …


দৃশ্যের কোলাজ বইছে ইথারে, কালো ধোঁয়া
বিষাক্ত গ্যাস, রকেট-লঞ্চার, মানব-বোমা
রক্তাক্ত সভ্যতা, জীবন-যৌবন
শিশুর-নারীর-পুরুষের অব্যক্ত যন্ত্রণা…


ঘাসফুলে আজ সাদার ঝলক, ভালবাসার গন্ধে তাজা
তোমরা কি পার না একটু ভালবাসা ছড়াতে
পার না বোমা-বারুদের বাইরে ধম্ম করতে?
পার পার, একটু তো চেষ্টা কর নিশ্চয় পারবে।


ধম্ম নয়, দেশ নয়, মানুষ নয়; তার বাইরেও আছে কিছু; একটু তো ভাব…

এক ঘাসফুলের হিল্লোলে সম্বিত ফেরে, বিকেল পড়ে এসেছে, মেঘ থমকে -
বৃষ্টি কি জেগেছে? ধুইয়ে কি দেবে গ্লানি? ঘাসফুল কি বড় হবে নির্ভয়ে…