কখনও বা ফুটবলের প্রেমে
কখনও বা তোর ...
সুর্যাস্ত হয়েছে আনমনে
টের পাই নি তখন
রেল-লাইনের দূর বাঁকে
বৃষ্টিগুলো ঝেঁপে আসে
অন্ধকার ছাপিয়ে আলো
ধরা দিতে চায় ল্যাম্পপোস্টে
আমি, গোপন প্রেম, আর তুই।


সিগারেটের ছাইগুলো
উড়ে গেছে স্বপ্ন হয়ে
বুকের ধুকপুকানির তীব্রতা
ক্রমবর্ধমান যৌবন-যৌনতা।
আগে বাড়ে জীবনের তাল
দিনান্তে ব্যস্ততার বিকেল।
  
রেল-লাইন আজ দূর-অস্ত
সিগারেটের ছাইগুলো শুধুই ব্যস্ত
স্কাইস্ক্রাপারের কাঁচের দেওয়াল
কেড়ে নেয় স্বপ্নের গুলাল
আজ আমি বেজায় বড়
বিকেলগুলো বেজায় ছোট।