তোমার ধারালো শরীর, নির্ভার নির্মেদ
লম্বাটে আদুল হাত, ততোধিক আদুরে আঙুল,
নখাগ্র, আরোও কত কি ..
স্মৃতিপটের লেখা কি সহজে মোছা যায়
আজন্মের ঋণ রয়ে গেল শরীরে,
তাই বয়ে যাই এক নগ্নতা থেকে বহুতে
কেউ বলে জন্মান্তরবাদ, আমি বলি ঋণশোধ!



                        (২)


তোমার ধারালো শরীর, নির্ভার নির্মেদ
লম্বাটে আদুল হাত, ততোধিক আদুরে আঙুল,
নখাগ্র, আরোও কত কি …
স্মৃতিপটের লেখা কি সহজে মোছা যায়!
ঘুম ভাঙে, হারিয়ে গেছে কাজলা দীঘি
স্মৃতিগুলো ইথারে ভাসে, নির্ভার নির্মেদ …
স্বপের দেখা কি ভোগ হয়?
ভোগ রেখে কি ফেরা যায়?
আজন্মের ঋণ রয়ে গেছে শরীরে,
তাই বয়ে যাই এক নগ্নতা থেকে বহুতে
কেউ বলে জন্মান্তরবাদ, আমি বলি ঋণশোধ!