ঝুল-বারান্দার পাখিরা কেউ আসে নি
লাল-পাতাবাহারের বিরহ বেদনা ক্রমাগতই
আরোহী,
একাকী অলীক ব্যস্ত আঁধারের তারাদের খুনশুটিতে
জীবনের হারানো যা কিছু নাকি তারা হয়ে যায়!

মিথোজীবিরা সন্ধানে আরত নুতন জোনাকির আলো
বাতাসের কান্না, আকাশের ঘর-কন্না দেখার
সময় বাড়ন্ত!
মধ্যবিত্তের বিত্ততায় অস্থিরতার নির্মাণ
মিথোজীবিকা খোঁজে শুধুই স্থিরতার সন্ধান।


আলগা চালে পাতাবাহার লাল আভায় রাঙিয়ে
চটুল স্বরে গায় -
মিথোজীবি হতে পার না?
মিথোজীবি!