ইতস্তত ভাব নিয়েই পা রেখেছিলেম তোমার দোরে,
দেখা হয়েও হয় নি।  সব দেখা তো দেখা নয়।
এক পলকের দেখা কি দেখা হয়?
এক পলকের ভাললাগা কি ভালবাসা হয়?
পলকের ভালবাসা আর প্রেম কি এক হয়?


বনমালীর রয়েছে দ্বিগগ্জ-এর ফানুস
লেখে সে ভালই শুধু আছে একরতি
অহংকার। জীবনের ব্যর্থতা ঢেকে
মেঘের আড়ালে লড়ে! তাই বলি
ধন্য ইন্দ্রজিৎ ধন্য!!

কি যে বলি! স্তাবকের স্তুতি
লুকোনো দ্যুতি, দূর থেকে দেখি
নিদারুণ ক্ষতি। শুধুই ক্ষতি!!  
বুঝলে হে কবিতার পন্ডিত!



***এটা একান্তই আমার নিজের উদ্দেশ্যে লেখা।  প্লিজ পড়ার পর কেউ বিতর্ক তৈরি করবেন না।***