ত্যুরা সবাই প্রেমের কথা বলিস
প্রেম কি গাছে ফলে,
না পুঁথির পাতায়
সোব প্রেমই কি
মরদ-মাইয়্যর শরীর?
কি বলিস তুরা,
কাম-নিষ্কাম কি পুঁথির কথা?
বাইশ বচ্ছর লিছে, অনেক রক্ত!!
স্যি অন্য কথা -
মরদ বনাম ভগবান!  
পুরা যৌবনটাই লিছে রে
চব্বিশ-ঘন্টা তিনশ-পঁয়শট্টি দিন
বাইশটিবচ্ছর!!
পাথ্বর কাটে রাস্তা
সহজ লয়
ইকা, লয় রে ইকা লয়
মাইয়্যকে বুকে লিয়ে তার সাইথ্যে লড়াই
ঊ-ছাড়া কাম কি নিষ্কাম হয় রে
ও ত্যুরা বুঝবিক নাই
কূথ্বাও লিখা নাই
বিধির লিখন
ভাবছিস্ কে বলছি?
দশরথ রে, দশরথ মাঝি!!
পব্বত মানুষ!!!